মিলন-তীর্থের পথে
- প্রসূন গোস্বামী

এসো সবে মিলি, দূর হোক গ্লানি,
নতুন দিনের গান।
হিংসা-বিদ্বেষ, মিছে অভিমানী,
ঘুচুক সব ব্যবধান।
ভালোবাসা আর শান্তির বার্তা,
আনুক খুশির নতুন কবিতা,
ভ্রাতৃত্বের হোক চির-নব গাঁথা,
উড়ে চলুক প্রাণ।
উৎসবে মাতি ঘুচাও সকল
বেদনার অভিমান।

স্বর্ণ থালা নয়, নেই আয়োজন,
নেইকো প্রাচুর্য আর,
হৃদয়ের প্রীতি, করিও গ্রহণ,
স্নেহের উপহার।
মিলনের পথে, সব ভেদাভেদ ভুলে,
এসো হাতে হাত, দু'চোখ মেলে,
গরীব-দুঃখীর অশ্রু মুছে ফেলে,
করি অঙ্গীকার।
শান্তির সুধা বিলিয়ে দিই আজ,
সবার মাঝে আর।

রাজা নও তুমি, হে প্রিয় বন্ধু,
তুমি যে প্রাণের সাথী।
হিংসা ভুলে আজ, বাঁধো প্রীতি-সিন্ধু,
ভালোবাসার গাঁথি।
দারিদ্র্য-জ্বালা, হোক আজ দূর,
মিলনের মন্ত্র, বাঁধুক সুর,
শান্তির শিখা, হোক সুমধুর,
এসো একসাথে হাঁটি।
ভেদাভেদ ভুলে এসো সবে মিলি,
বন্ধন করি খাঁটি।

দাও আমাদের শান্তির বাণী,
দাও মুক্তির সুর।
জীবন হোক আজ, নতুন কাহিনি,
দূর হোক সব দূর।
ত্যাগ আর প্রেমের, হোক এই উৎসব,
হিংসা ভুলে গিয়ে ঘুচাও সব,
মুক্তির আলোয় হোক অনুভব,
হৃদয় ভরপুর।
মৃত্যু-শঙ্কা, দুঃখ সব ভুলে,
চল শান্তির পুর।

ইদ মোবারক, প্রিয় সবাই!


৩০-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৪-২০২৫ ১১:২৫ মিঃ

অসাধারণ লিখেছেন মুগ্ধতা

প্রসূন গোস্বামী
০১-০৪-২০২৫ ১৩:১৫ মিঃ

প্রিয় কবি,
শান্তির বাণীর আলোয় মুগ্ধতার ছায়া লেগে থাকুক, মিলন-তীর্থের পথেই শব্দেরা বাঁধুক অনন্ত সুর, হোক হৃদয় একত্রিত।

প্রেমের জলধারায় নক্ষত্র হয়ে থাকুন, অশ্রুর দীপ্তি হারিয়ে যাক।